অদৃশ্য এক বাহুবন্ধন,
স্পর্শ করে মনটাকে।
হৃদয় আজ বিদীর্ণ হয়,
রক্ত ওঠে মস্তকে।
শান্ত মনের শান্ত বনে,
লেগেছে কোন হাওয়া।
যৌবনেরই তরঙ্গিত ঊর্মি,
করছে আসা যাওয়া।
কোথায় ফাগুন জ্বলছে আগুন,
কোথায় বাজে বাঁশি।
উদাসী মনে দোদুল হাওয়া,
পুষ্প রাশি রাশি।
জীবন বীণার তারটি ধরে,
দিয়েছে কে নাড়া!
শঙ্কিত মনে অঙ্কিত ছবি,
পড়লো বুঝি ধরা।
কিসের বাঁশি বাজছে আজি,
তমাল তরু মূলে।
কলশী নিয়ে চলেছে সখী,
নাইতে বুঝি জলে।
সাদা মেঘ রাশি রাশি,
ছুটছে হেথা হোথা।
কিসের আশায় গুনছি যে দিন,
মনে যদি দাও ব্যথা।
পাগল আমি পাগলপারা,
পাগলামিতে মাতি।
হঠাৎ যদি স্বপ্ন ভাঙ্গে,
নিভবে জীবন বাতি।
     ------------