বোম বারুদের বাজার বসে,
সভ্যতার এই বেলা।
কিনছে সবাই দেদার ভাবে,
জমে উঠেছে মেলা।
ওপাড়ার ঐ ছোট্ট ছেলে,
এই মেলাতে আজ।
উড়িয়ে ফানুস মারছে মানুষ,
নাই কো মুখে লাজ।
চলছে সমাজ চলছে দেশ আজ,
রাজনীতিরই খেলা।
পরের ঘাড়ে বন্দুক রেখেই,
কাটছে নেতার বেলা।
যার গেল আজ বুঝবে সে -ই,
আসবে না  আর ফিরে।
হাতড়ে স্মৃতি অশ্রু জলে,
কাটছে যে তার  সংসারে।
এমন ভাবেই চলছে যে দেশ,
এটাই যে রাজনীতি।
পরের ঘাড়েই ভর করে ভোট,
নেইতো নেতার ক্ষতি।
...............