যুগের ক্লান্তি, গ্লানি স্পষ্টতর।
ধোঁয়াশা ভর্তি এ মানব আকাশে, সূর্য ওঠে না ;চাঁদও নয়।
আর তারা গুলি মিটমিট করতে করতে খসে যাচ্ছে,
দেখো, বিপদ না হয়।


বোম মানববোম তো আছেই,
বিষ রশিও তৈরী।
এখন তো মরণ শিল্প অন্য সকলকে ফেল মারছে,
দেখ না কি রমরমা ব্যবসা এবার শুরু হয়।


এইতো সে দিন বাজারে দড়ি ছিলো না,
কোথায় গিয়েছিল কে জানে?
ধূসর গাছগুলোও আর পরছে না, ভেঙে পড়ছে ;সরে যাচ্ছে।
পরের দোষ কেন নিজের ঘাড়ে নেবে?


সজীবতার তো মৃত্যু হয়েছে আগেই,
কিছু দিন আগে ঝুলে পড়েছিল কড়ি কাঠে।
কিন্তু সেখানেও রাজনীতি ছিল,
তাই তো সৎকার না হয়ে পচে গেল লাশ।


এখনো মর্গে, পোকাদের খাবার হয়ে আছে।
একটু দয়ার প্রয়োজন, যাতে সৎকার হয় ;
রাজনীতির মরা তো, ভূত টুত যেন না হয়।
             .............................