আকাশে চাঁদ উঠেছিল,
বিছানায় গরম সুখ।
অশ্লীলতার চরম দায়,
চাঁদের মনে ভীষণ দুখ।


দেহ! সে তো এখন ব্যবসা,
পুরুষ ই তার সুখ ভোগে।
পেটের দায়ে ঐ মেয়েটা,
ভুগছে আজি মারণ রোগে।


কলঙ্ক আজ ঐ মেয়েটার,
পুরুষ তুলসী পাতা।
চাঁদই জানে আসল দোষী,
এই কলঙ্কের ব্যথা।


কলঙ্ক নিয়েও চাঁদ সুন্দর,
খোকা ভুলিয়ে।
তবে কেন জাত যাবে ওর,
নিজেকে বিলিয়ে।


পেটের জ্বালা বড় জ্বালা,
সকলেই তা বোঝে।
টোপ দিয়ে তাই নষ্ট করার,
সবই সুযোগ খোঁজে।


বৃদ্ধ চাঁদের দুঃখ খুবই,
জেগে রাতের বেলায়।
তার কলঙ্ক নিজেই নিতে,
জোছনার হাত বোলায়।
       ....................