ওদের কথা বলো,
তাদের কথা বলো,
বেঁচে থাকার গভীর আস্বাদ বুকে ;
মাটি নিয়ে কারবার যাদের।


সাজানো স্বপ্ন নেই,
উঠান সম্বল মাত্র।
ছোট মানুষ স্বপ্নও ছোট,
ওদের কথা বলো।


সুখ শান্তি অহরাত্র,
ঐতিহ্য সম্বল মাত্র।
বয়ে যাওয়া নদীর স্রোতের মতো,
ইতিহাস মনে রাখেনা যাদের।


ওদের কথায় ওদের গান গাও,
ছিন্ন পাতায় দাঁড় বেয়ে।
ওদের ভাষায় ওদের কথা বলো,
মাটির দিকেই মুখ চেয়ে।
       ......................