নীতি আজ দূর হয়েছে,
বাড়ছে তারই বোঝা।
সমাজ আজকে অসামাজিক,
নয়তো সে আর সোজা।


পৃথিবী তুমি ক্লান্ত বুঝি ?
মহাকাল হাত বাড়াও।
জরাজীর্ণতা মুছে ফেলতে,
একবার থমকে দাঁড়াও।


মহামানবের এই দুনিয়ায়,
মানুষ কলুষ ছড়ায়।
মান হারিয়ে হুঁশ হারিয়ে,
করছে শুধু লড়াই।


এর পরেও কি চলবে তুমি !
এখন তোমার পালা।
এক ঝটকায় থমকে গিয়ে,
মেটাও তোমার জ্বালা।
         ...................