ক্লান্ত হৃদয় রক্ত রাঙা,
শ্রান্ত দুটি আঁখি।
ভালবাসা আর আদরে,
ভাইকে পরাও রাখী।
পথের ক্লান্তি পথেই ভুলে,
সুখী গৃহকোণে।
ঘৃণ্য মনের হীন চক্রান্তে,
চমকি ক্ষণে ক্ষণে।
ধর্ম নিয়ে বিভেদ কেন!
এখনও প্রশ্ন জাগে ?
সব ভুলে আজ সম্প্রীতি মন,
বরণ মালা মাগে।
রবি ঠাকুর মাথায় থাকুক,
মুছতে সজল আঁখি।
ভালবাসা আর আদরে,
ভেদাভেদ ভোলায় রাখী।
          ..................