এক আকাশ ভর্তি তারা -তোমার জন্য,
মিটি মিটি জ্বলতে থাকবে -মনের মতো।
সেখানে থাকবে না জীর্ণতা, সংশয় যত,
থাকবেনা শ্বাসকষ্ট -ঝোড়ো বাতাসের মতো।


আকাশের বুকে উড়তে উড়তে মনে হবে,
জীবন কত শান্ত মধুর -রবে নীরবে।
সেই সবাই রাজা দেশের রানী হবে তুমি,
দারিদ্র্যতার যন্ত্রণা ভুলে তোমার সেবক আমি।


তুমি ভাব,  মৃত্যুর পর তারা হয় আপনজন ;
খুঁজে নিয়ো তুমি ঐ আকাশে তোমার হারাধন।
অন্ধকারে তাকিয়ে থেকেই তোমায় খুঁজবো আমি,
বাহুডোরে জড়িয়ে নিও, ভালবেসে তুমি।


তোমার যত কষ্ট ক্লান্তি, আমার করে নিলাম ;
আকাশ ভর্তি তারাগুলি সব তোমায় দিয়ে দিলাম।
                     ........................