বৃষ্টি আমাকে ভাবায়,
আমি ভাবতে ভাবতে শিখি ঝরে যাওয়ার মন্ত্র।
বৃষ্টি আমাকে কাঁদায়,
আমি কাঁদতে কাঁদতে বুঝে নিই বাঁচার মন্ত্র।


আমি ভাবি --
সেই বিন্দু বিন্দু জলের কথা,
একে অপরের সাথে মিশে বয়ে যায় ধারা ;
মলিনতা মুছে দিতে বাঁধ ভাঙা স্রোতে।


আমার অসম্পূর্ণতা,
বদ্ধ পাগলের মতো স্বপ্ন দেখে।
পানা পুকুর হয়ে যায় নদী,
প্রচণ্ড স্রোতে জনপদে বান ডাকে।


বৃষ্টি আমাকে ভাবায়,
বৃষ্টি আমাকে কাঁদায়।
বৃষ্টি আমাকে দেয় সৃজনী দৃষ্টি,
নয়নের মণি তুমি, ওগো বৃষ্টি।
       ......................