সে দিন মন বলছিল -
যত সব নোংরা, পেঁচা ;কালো।
ঘেন্না হয় - উগলে ওঠে নাড়ি।


আর উষ্ণতা -
থাকতে চায়না গলিঘুঁজি পথে।
বিছানায় আর বারবনিতার বাড়ি।


সেই রাত -
জন্ম নেয়  হাজারো জারজ।
কার পাপ,  আর কার অভিশাপ?


আজ মন বলে -
খাবার অধিকার তো সবার।
ভুল হয়েছিল তাই করে দিও মাফ।


বাক্যবাণ -
সামলালেই হয় দিন কাবার।
পথচলা তাই চোখ বুঁজে।


শান্তনা তবু -
যে যায় বলুক না কেন,
একটু উষ্ণতা সকলেই খোঁজে।
             ................