হরিরাম খুব কাজের মানুষ,
কাজের কথাই বলে।
এদিক ওদিক ঘুরে ঘুরে সে,
কাজের খোঁজেই চলে।


কাজের বেলায় চেঁচায় বেশী,
গল্পেই ঠাঁট বাঁট।
ধ্বংসের কালকেতু তাই,
লোকে বলে মহাভাঁট।


এমনিতেই সে রোগাপটকা,
মাথায় ঝাঁকড়া চুল।
মাঝখানে তার পাটকরা টেরি,
একটি কানে দুল।


পোশাকে আশাকে বাহার অতি,
ভাবখানা তার নেতা -ই।
সহায় সম্বল বলতে  সামান্য শুধু,
ঘুমায় ছেঁড়া কাঁথায়।


গ্যাস অম্বলে ভুগে ভুগে তার,
শরীর খানা দড়ি।
গল্প বলে বলে  গল্পবাগিশ,
লোকের মাথায় চড়ি।


এমন মানুষ আজকের দিনে,
খুঁজে পাওয়া বড় শক্ত।
হারিয়ে গেছে কিছুদিন আগে,
কেঁদে আকুল তার ভক্ত।


খুঁজে পেলে তারে যোগাযোগ করো,
ঠিকানা রইলো নীচে।
পাতিরামপুর, চোদ্দ বাই এক লেন,
পাগলা গারদের পিছে।
      .......................