একদিন ---
বয়ে যাওয়া স্রোতের দিকে একমনে।
বোকাবাক্সের নাচ গান বেসুরো লাগে,
ভাবতে ভয় হয় --একা নির্জনে।
তোমার বুক ঠেলে উঠে যায় তরঙ্গিত ঢেউ,
আমি হাবুডুবু খেতে খেতে ভাবতে থাকি গভীরতা।
আরো একদিন ----
জঙ্গল পেরিয়ে, তুমি বলবে থাক।
আমার মনে হিংস্র সুখ,
ভাবনায় আদিম দৌড় ; তোমার যা যায় যাক।
শান্ত মন, আমি নিবু নিবু।
আবার উসকে দিতে পারো, যদি তুমি বন্য হও।
আরো একদিন -----
বোতল হাতে, পারু না চন্দ্রমুখী  তুমি ?
অবৈধ ভোগে হারিয়ে ফেলে পাঁড় মাতাল।
ধুধু মাঠটার মতো কনকনে শীতল বুক জুড়ে--
হাহাকার আর হাহাকার।
ক্ষত বিক্ষত হৃদয়ে, একা দাঁড়িয়ে  আমি দেবদাস।
             ....................