চারপেয়ে জন্তু নয়,
তবু যেন কুত্তা।
থুড়ি থুড়ি মহা ভুল,
উনিই বাড়ির কর্তা।


সংসারে তো মহাসুখ,
উনিই হর্তাকর্তা।
গিন্নি বড় জাঁদরেল,
কেউ পায়না পাত্তা।


হাট বাজার কর্তা করেন,
গিন্নির ষোলোকলা,
নিজের বেলায় আঁটিসাঁটি,
হিসাব কর্তার বেলা।


সংসারেতে দুটি জীব,
বেঁচে আছেন সুখে।
নিন্দুকেরা বড্ড ভাবে,
চেঁচায় বড় দুঃখে।
         .............