জীবন আজকে বাঁকাটেরা,
চলছেনা সোজা পথে।
নিত্য অভাব মধ্যবিত্ত,
বেঁচে আছে কোন মতে।


আমার অর্থে তুমি রাজা,
চড়ছো বড় গাড়ি।
দৈনদশায় কাতর আমি,
চড়ছে না আর হাঁড়ি।


আমরা পরিশ্রম করি,
তুমি দেশের রাজা।
অভাব অনটনের মধ্যেই,
আমার জীবন তাজা।


এমন ভাবেই বাঁচি মরি,
তবু উচ্ছ্বসিত চিত্ত।
আমার হাড়ই অস্ত্র তোমার,
আমি মধ্যবিত্ত।
          ..................