একটা নিষ্ঠুরতার ইতিহাস,
                 হাজারও প্রশ্ন তোলে।
পড়াশোনায় ভালো ছিলো ছেলেটি,
বড় মিশুকে স্বভাবের -- লোকে বলে।
প্রেমিকা ছিলো, প্রেম ও ছিল।
একরাশ স্বপ্ন সেদিন দানা বেঁধেছিল।
ঝোড়ো বাতাস -----
এখন বোঝা দায়, কে কাকে ভালবেসেছিল।
আভিজাত্য,
অহংকার!
ভালবাসা,
না! হুংকার।
একটু একটু করে মুছে গেছে সব,
বুদ্ধিজীবীর আস্ফালন, গেল গেল রব।
মূল্য নেই,
তাজা প্রাণ।
প্রেম নেই,
মান সন্মান।
জর্জরিত নবীন প্রজন্মের আকাশ,
বিপন্ন এই জীবন, শ্বাস নেওয়ার বাতাস।
শরীর সর্বস্ব সমাজ ফনা উচু করে চলে,
আরো অনেক তাজা প্রাণ কেড়ে নেবে বলে।
                    ....................