চক্রান্তের চক্রব্যুহে আজ,
হাতড়ে বেড়ায় খড়কুটো।
অন্ধবিশ্বাসের অন্ধকার  জীবনে,
খাবার জোটেনা একমুঠো।
পাড়ায় হঠাৎ বিপদের আসে,
রুগ্ন শিশু কাঁদে।
সবাই বলে কু নজর,
কেউ ফেলেছে ফাঁদে।
ওপাড়ার ঐ পঞ্চার মা,
ওর চোখে নাকি আগুন!
সার্থান্বেষী রব তুলেছে,
"মারুন  ওকে মারুন। "
পালিয়ে বাঁচার ভীষণ চেষ্টা,
জীর্ণতা আরোও স্পষ্ট।
গতর খেটে পেট চলে যার,
পথ চলাতেই কষ্ট।
এইভাবেই আজ চলছিল জীবন,
কেউ তো কিছু দেয়নি।
অন্ধ বিশ্বাসের ধারা বেয়ে আজ,
পঞ্চার মা ডাইনী।
         ..............