একটা স্বপ্ন,
কিছুটা আশা।
একটু দুঃখ,
ফিরে আসে হতাশা।


তোমার আছে অনেক,
দিতে পারো প্রস্তুত হয়ে।
আমি ফুটো থালা বাটি,
দু মুখ খোলা পকেট নিয়ে।


তুমি বিশাল বাগান বাড়ি,
আমার ভাঙা ঘরে চাঁদের আলো।
সবাই যখন ভিখারী বলে,
আমি ভাবি বেশ  আছি ভালো।


তোমার বাড়ি  চন্দ্র সূর্য,
আমার ঘরে মোমবাতি।
তুমি তো চার চাকার গাড়ি,
ফুটপাতে আমার কাটে রাতি।


তুমি উস্কানি আর চোখ রাঙানি,
আমি দেখি শুধু -ই আলো।
তবুও দেখি কষ্ট তোমার,
আমি তো বেশ আছি ভালো।
          ....................