একটা ঘোমটা ঢাকা মুখ,
ঝোড়ো এলোপাতাড়ি বাতােস --
গাছটার ভালবাসা ঝেড়ে ফেলে,
খসে যাচ্ছে পাতা বিষাক্ত নিঃশ্বাসে।
মুখটা না দেখানোর লড়াই,
নাছোড়বান্দা।
জড়িয়ে রয়েছে যতটা পারা যায়,
অতীত আঁকড়ে ধরে কাঁদা।
কোনো একদিন জলের তোড়ে,
ভেলায় ভেসে ভেসে ---
বেহুলা মন নিয়ে চলেছিল,
সোহাগ বাঁচাতে শেষে।
স্বপ্ন ভেঙে চুরে একাকার বুকে,
কেটে গেল তাল ;কেটে গেল ছন্দ।
হাল ছাড়েনি জেতার তাগিদে,
লোকে যত বলুক মন্দ।
এটা কোনো কল্পনা নয়,
নেশা ধরানোর মতো সত্য।
বেহুলা পেরেছিল নোংরা রাজনীতি উপেক্ষা করতে,
পারেনি সে, সয়েছিল অত্যাচার অকথ্য।
সৌন্দর্য হরনকারী আজও বুক ফুলিয়ে,
দুরন্ত স্পর্ধায় সমাজের বুকে।
সবকিছু হারিয়ে বিচারহীনতায় আজও সে,
নাছোড়বান্দা বাতাসে মুখ ঢাকে।
        ..........................