এখনো নিতে পারি,
যদি দাও দুহাত ভরে।
তোমার বাড়ির চারদিক ঘুরে,
অনেক আশা নিয়ে যাব সরে।
ব্যথায় ব্যথিত,
লোকজন বলে ভাবুক।
মিথ্যা বলিনা, তবুও --
সমাজের চোখে মিথ্যুক।
এখনো অনেক দিতে পারি,
তুমি যদি গ্রহণ করো সানন্দে।
তোমার স্মৃতি জড়িয়ে তবে,
সরে যাব দূরে আনন্দে।
অন্যের ভাবনায় কাতর যখন,
লোকে বলে ভাই  ভাবুক।
বিষ জ্বালা সয়ে নীলকন্ঠ,
তুমি বলো আজ আগন্তুক।
        ...................