ছোট্ট এক উড়ুক্কু জীব,
রক্ত চুষে খায়।
তার কামড়েই ত্রস্ত সবাই,
বাঁচার উপায় নাই।


একটু অসচেতন হলেই,
হুল ফোটাবে জোরে।
মারণ বীজ ঢুকিয়ে দিলে,
যাবে জীবন ঝরে।


ম্যালেরিয়া চিকুনগুনিয়া ডেঙ্গু,
এদের তিন ভীষণ অস্ত্র।
মসারী খাটিয়ে ঘুম দিও ভাই,
পরো শরীর ঢাকা বস্ত্র।


জ্বর হলে হাসপাতাল যাও,
পরীক্ষা করো রক্ত।
ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়ো,
নইলে বাঁচা শক্ত।


বর্ষাকালেই উৎপাত বেশী,
চারদিকে জমে জল।
জমা জলেই বংশ বাড়ে,
তাতেই মারণ কল।


যেথায় সেথায় জল জমে না,
রুখো ; মশার বংশ বৃদ্ধি।
সাধনা নয়,  সচেতন হলে,
তবেই  মানস  সিদ্ধি।
         .......................