ঐ যে স্বপ্ন,
যেটা তোমায় হাসাচ্ছেন ---
ওটা সত্যি হলে,
একটা আস্ত নদী বয়ে যাবে।
ওটার জলধারায় খিলখিলিয়ে হাসবে,
সভ্যতার বিচিত্র কঙ্কাল সব।
তুমি প্রশ্ন করবে "এতো হাসি! "
উত্তর আসে" প্রতিকী। "
কষ্টের মধ্যে আনন্দটাই চরম।
এর বেশী চেতনায়।
ঝড়ের ধাক্কায় জানালার শব্দে,
গৃহ মালিকের বাড়ে যাতনা।
ওটা বুঝতে শিখে,
ভালবাসার পাল তুলে দিও ---
সাফল্য আসবে সব কাজে।
        .....................