তোমারা সবাই  সাজবে বলে,
মেখেছো গায়ে রঙ।
দেদার হাসি পাচ্ছে আমার,
দেখে তোমাদের সঙ।


লজ্জা সরম গেল কোথায়,
নয়তো তোমরা  লাজুক।
সবকিছুই আজ জলাঞ্জলি,
দুর্নীতিতেই বুঝি সর্ব সুখ।


ঢাক গুড়গুড় ঢাক গুড়গুড়,
ঢাকের কাঠি ভাঙা।
তোমরা  সবাই  মুখোশ পরে,
রঙ মেখে আজ রাঙা।


রঙ মাখে বেশ দেখতে ভালো,
রঙিন ছবির মতো।
মুখোশ টানলে দেখতে যে পাই,
বিভৎসতা  যত।


রঙিন, রাঙা হবোনা ভেবে,
সাবান মাখি গায়।
মানুষ নিয়ে রাজনীতিতে,
আমি তো আর নাই।
       ....................