এ কেমন স্বাধীনতা-----?
উত্তেজনায় জ্বলছে পাড়া।
ছিল ইংরেজ গেল তারা,
রয়ে গেল এরা কারা!


গনতন্ত্রের দোহাই দিয়ে,
চলছে ভীষণ শোষণ।
অর্থ অভাব দরিদ্র মেয়ে,
পরের বাড়ি মাজে বাসন।


চাষী আজকে আত্মঘাতী,
নিয়ে মাথায় ঋণ।
নিজের জমি জোর করে কাড়ে,
কাটছে না তাই দিন।


এ কেমন স্বাধীনতা --------?
চারিদিকে গুণ্ডারাজ।
ভয় দেখিয়ে গন ধর্ষণ,
কাড়ছে সম্ভ্রম লাজ।


প্রতিবাদের মুখ চাপা দেয়,
প্রতিবাদীর দেহ লোপাট।
ইটপাটকেল হুমকির ভয়ে,
বন্ধ থাকে জানলা কপাট।


বিশেষ দিনে উড়িয়ে পতাকা,
এই যদি হয় স্বাধীনতা।
বীর শহীদেরা কষ্ট পাবেন,
ঘুচিয়েছেন যাঁরা পরাধীনতা।


এ কেমন স্বাধীনতা -------?
যখন তখন পড়ছি মারা।
ছিল ইংরেজ গেল তারা,
রয়ে গেল এরা কারা?


এ কেমন স্বাধীনতা !
এ কেমন স্বাধীনতা ?
       .......................