প্রয়োজন ছিলো,
তাই ছিলো  ভাব ভালবাসা ।
যখনই তা ফুরিয়ে যাবে,
করোনা কিছু আশা।
মা এর বিয়োগে বাপ পর,
মাতৃহারা ছেলে বোঝে ;মা এর কদর।
কত যত্ন, কত আদর,
আজ সবাই স্বার্থপর।


তুমি আর আমি বেশ জুটি,
এসো দ্বিধাহীন ভাবে মধু লুটি।
মধু ফুরালেই আপন পর,
দুনিয়াটাই স্বার্থপর।
শিক্ষার আমি, শিক্ষার তুমি ;
শিক্ষা শিক্ষকের।
একটু বেচাল হলেই দেখো,
হারিয়েছে ধন হকের।


প্রয়োজনেই বুঝবে সবাই,
কে যে আপন ; কে যে পর।
নিজের টুকুই বুঝে নিতে,
সবাই স্বার্থপর।
.....................