সময়ের পরিবর্তন,  দুমড়ে যায় মন;
           যখন তুমি বাংরেজী বল।
তুমি গর্ব কর, কিম্ভূত কিমাকারে ;
            আমি নই।
রক্তে মিশে আছে উনিশশ বাহান্নর উন্মাদনা।


তুমি কি বধির?
            আজও প্রশ্ন করে মন,
শুনতে কি পাও বন্দুকের গর্জে ওঠার শব্দ?
আমার চোখে ভাসে শহীদের মুখ,
কানে কানে কে যেন বলে "তুমি বাঙালী "


স্বাধীন তুমি।
          স্বাধীনতা আছে বলবার,
তাই বলে বাংরেজী!
বড় কষ্ট পাই, দুমড়ে যায় মন।
বিশুদ্ধ বাংলার তৃষ্ণায়, ছাতি ফেটে যায়।
চাতক মন বলে ওঠে,  আমি বাঙালী।


আজও অনুভব করি,
"ছোট খোকা বলে অ আ,
শেখেনি সে কথা কওয়া। "
রক্তে মিশে আছে, বাংলা বর্ণমালা।
তাই তো বলি, পড়ি, দেখি, লিখি,
    গর্বিত আমি বাঙালী।
................................