তৃষ্ণা মিটে গেছে,
দূর্নীতির ঘোর অন্ধকার।
ক্লান্ত চাতক আর জল চায়না,
মৃত্যুর দুরন্ত বাহুবন্ধনে আবদ্ধ সে।
হতাশার কালো হাত,
মৃত্যুর গভীর অন্ধকারের থেকেও ভয়ানক।
হে মহাকাল, আজ এসো তুমি নীরবে ;
লেলিহান শিখা হয়ে ---দুর্নীতি বিনাশক।
আমি প্রস্তুত আজ দ্বিধাহীন ভাবে,
পালঙ্ক, অট্টালিকা নাই বা জুটুক।
ছেঁড়া মাদুর পেতে শুয়ে যাব নীরবে,
আমজনতার কুঁড়েঘরে মহা শান্তিতে।
           .......................