ছোট্ট ছাগল ছানা,
       মানেনা কোন মানা।
সারাদিন ছোটাছুটি,
       আমি হেসে লুটোপুটি ;
কায়দা কানুন দেখে।
                ধুলোবালি মেখে।


আমার মনে ভয়,
       এই বুঝি চাপা খায়।
এমন যদি হতাম আমি,
        স্বাধীনতা দিত মাম্মি।
পড়ার ফাঁকে একটু খেলা,
         মনের সুখে কাটতো বেলা ;
                        মজার দুনিয়ায়।
           .....................



আমার ছেলের অনুরোধে তার মনের উপযোগী এই ছড়া। গুনগত মান কতটা ভালো হয়েছে জানিনা। তবে ছড়াটা বোধহয় তার ছোট্ট মনে ধরেছে। এই টুকুই প্রাপ্তি। ...হিরণ্ময় ঘোষ।