দুকূল ছাপিয়ে উঠেছে ঢেউ,
       সর্বনাশী বন্যা।
আজ সব হারিয়ে দুর্গত গ্রাম,
       হাহাকার আর কান্না।
ভাঙছে বাড়ি  বাড়ছে নদী,
         অথৈ শুধু জল।
হঠাৎ সোনার গ্রামটা  সমুদ্র হয়,
       কোথাও নাইকো স্থল।
খাবার জ্বালায় ধুকছে সবাই,
          আর্তের কলরব।
ফুলে ফেঁপে যাচ্ছে ভেসে,
         বানভাসিদের শব।
এমন ভাবেই ভাঙা আর গড়া,
            নদী দুঃখ কান্না।
ধ্বংসের শেষে সৃষ্টি সুখে মাতে,
             সর্বনাশী বন্যা।
       ............................