আমি যে এক ছোট্ট শিশু,
নিজ খেয়ালে থাকি।
তোমাদের প্রত্যাশা অনেক,
দিস না পড়ায় ফাঁকি।


বই তো নয় ইটের বোঝা,
স্কুলে যাবার তাড়া।
শক্তিতে যে আর পারিনা,
পড়বো না তো মারা!


মা গো তুমি অনেক বড়,
প্রত্যাশাতেও বেশী।
জন্ম আমায় দিলে কেন,
নেবে যদি নিঃশেষী।


বাবা তোমার চাকরি বড়,
ছুটছো টাকার পিছে।
শৈশবটা যখন নিলে কেড়ে,
জন্ম আজি মিছে।


বুঝতে পারি এই ইন্দুর দৌড়ে,
আমি যদি যায় হেরে।
তোমরা আমায় জন্ম দিলেও,
মারবে তেড়ে ফুঁড়ে।


তোমরা যখন ছোট্ট ছিলে,
এমন যদি হতো?
বুঝতে তবে কেমন ঠ্যালা,
কত ধানে চাল কত!


মানুষ যখন আমরা সবাই,
কোথায় মানবতা?
পড়ার ফাঁকে একটু খেলার,
দাও গো স্বাধীনতা।
      .....................