কত কিই না বসে ভাবি,
               একমনে নীরবে।
খাবার জোটে না হায়,
                হতচ্ছাড়া অভাবে।


নুন আনতে পান্তা ফুরায়,
               স্বপ্ন কোটি টাকার।
স্বপ্ন ভেঙে চমকে উঠি,
                 আমি ট্রেনের হকার।


চারপাঁচ জনের সংসারেতে,
                  একাই রোজগেরে।
ইউনিয়নের দোহাই দিয়ে,
                   তাও নিও না কেড়ে।


এমন ই যখন রোজনামচা,
                  বিদ্যার কী দরকার?
শিক্ষিত,  চাকরি কোথায়!
                 তাইতো ট্রেনের হকার।
            .....................