মনের ক্যানভাস রইলো সাদা,
রঙ তুলি নিয়ে বসি।
খেয়াল খুশিতে হাত চালিয়ে,
ঘসে দিই তাতে মসি।


প্রতিদিন এই কাজের শেষে,
বসে বসে মনে ভাবি।
শ্রমটা আমার বৃথাই গেল,
কোথায় রঙিন ছবি ?


এমন ভাবে দিনের পর দিন,
আসলে বিফলতা।
শিল্পী আমি হবোনা বোধহয়,
পশ্চাতে সফলতা।


একটি বার ঐ শিল্প দেবী,
মুখটি তুলে চাও।
নইলে মহাকালের ধারায়,
আমায় তুলে নাও।


শিল্পী হয়ে মনের ক্যানভাস,
রইলো যদি ফাঁকা।
আমায় তাতে করগো ছবি,
তোমার হাতে আঁকা।
            .......................