তোমরা যাও শপিংমলে,
করতে পরব বাজার।
আধপেটাতেই কাটছে দিন,
বিলাসিতা তাই মজার।


বছর বছর পরব আসে,
সবার মনে সুখ।
দারিদ্র্যের অনল গ্রাসে,
পুড়িয়ে  মন দুখ।


দারিদ্র্যতা অভিশাপ হয়ে,
শিকড় গাড়ে মনে।
খিদের জ্বালায় কুকুর তাড়াই,
আস্তাকুড়ের কোনে।


হালফ্যাশনের পোশাক পরে,
তোমার পরব কাটে,
তোমার স্থানে আমি নয় কেন,
তাই তো পরান ফাটে।


সৃষ্টি  যখন  একই  হাতেই,
তবু কেন এত বঞ্চনা।
কোন পাপেতে দারিদ্র্যতায়,
শয়ছি এত লাঞ্ছনা।
.........................