হে আগন্তুক তু কেন বা আইল্যা?
ইখন তো পথ ফুরায়নি তর --
বুন বাদাড় পেরিয়ে ঐ হ্যাকাব্যাকা পথ,
যিথায় সূয্যি ঢুকে না ...
উখানে তুর মুন ডা আছে রাখা।


বসন্ত ফ্যিইরা যায়,
           মুন ডা কাইন্দ্যা উঠে।
গুনগুনায় .......
জইল্যা মলাম পেরেমের আগুনে সখী,
ক্যামনে নিবাই তারে ও সখী রে,
ক্যামনে নিবাই তারে।


খাঁচার ঐ ময়না ডা বড্ড জ্বালাতন করে,
শিষ দেয়, আপুন মরদের কথা জিগায়।


হে আগন্তুক তু কেন বা আইল্যা?
বসন্ত ফ্যিইরা যায়,
মুন ডা উথলি কোকিল ডাহে,
আবার গুনগুনাই .....
মোর নিবা ছিলো মুনের আগুন কোকিল,
আর জ্বালায়ো না, ....কুন সুদুরে থাকে প্রিয়,
মুন যে মানেনা।


হে আগন্তুক তু কেন বা আইল্যা?
সে যে আইল্যা, মুন ডারে চুরি কইরা ;
আর আইল্যা না।
পিরিত কইরা পলায় গেলা আর আইল্যা না ..,
মুই ইখন ইকল্যা।
              .......................