আমি তোমার ভুবনের অংশীদার হতে চাই।
করবে কি?
আমি তোমার ছোট্ট নদটার সৌন্দর্য উপভোগ করতে চাই।
নেবে কি আমায়?
আমি তোমায় সবুজ শাড়ির লাল মিশ্রণে দর্শন করতে চাই।
পড়ে দেখাবে কি?



তুমি যদি লাল সবুজের শাড়িটা পড়ে আসো,
আমি ভাববো তুমি ইচ্ছুক আমায় তোমার সঙ্গী বানাতে।
সহস্র আনন্দ সংগে করে আমি নিবো রকমারি এক গুচ্ছফুল।
যেখান থেকে সাদা আভা যুক্ত জোড়া গোলাপ গেঁথে দেবো তোমার মাথায়।
মনোমুগ্ধকর শীতল বাতাস আমায় তার সঙে নিয়ে যাবে তোমার ভুবনে।
আমি অবাক ভাবে দেখবো সে জগৎ।



তোমার ভাঙা ডিঙিটা, আমি আমি হলুদ টিউলিপ দিয়ে রাঙাবো।
সূর্যে ফিক্ হাসিটা যেন তার বহিঃপ্রকাশ।
আমার হেয়ালামি তোমায় আশ্চর্যের পথে ঠেলবে।
তোমার কান্না পাবে!
আমি লাল পাপড়ি দিয়ে তা সযত্নে নদে বিলিয়ে দেব।
তোমার পিপাসা লাগবে,আমি মেঘ ডেকে পানি বিশুদ্ধ করে দেব।
তোমার কান্না আরো বেড়ে যাবে!



আমরা গভীর জলে ডুব দেবো!
বিস্ময়কর এক মায়াবীটান ইচ্ছের বিরুদ্ধে বাস্তবতায় আমাদের ফিরে আনবে।
তুমি আমার কাধে মাথা রাখার প্রতীক্ষায় অদূরে বসে থাকবে।
আর আমি তোমায় বলবো —
আবারো কি আমায় নিয়ে যাবে তোমার ভুবনে?