তুমি কি আসবে আমার নিকটে,দেবে কি ধরা?
তুমি কি আসবে আমার নিকটে,হারিয়ে যাবে জোস্নাধারা?
তুমি কি আসবে আমার নিকটে,দ্বৈরাত্রের অধরা?
তুমি কি আসবে আমার নিকটে,হে অপরৃপ রাজকন্যা?


তুমি কি সত্যিই ফিরবে-আমার নিকটে,
দেবে কি মায়া?
তুমি কি আসলেই ফিরবে-আমার নিকটে,
একগুচ্ছ সংগতা?


আমি কি থাকবো চেয়ে,তোমার ফিরে আসার পথের দিকে?
আমি কি থাকবো বসে,বৃন্দাবনের কাশ বাগানে?
আমি কি করব প্রতীক্ষা,তোমার হারিয়ে যাবার স্থলে?
আমি কি বুনবো স্বপ্ন,তোমার অনুমতি লঘ্ন করে?


আমি হিতাহিত বোধহীন এক সত্তা,
করছি তোমারি অপেক্ষা।
তাকিয়ে আছি দূর-দূরান্তর,
খুঁজে বেড়াই তোমায় তেপান্তর।
জ্বলে যাচ্ছে হৃদয় অভ্যন্তর,
দেখাচ্ছি সবাইকে আমি ভাবান্তর।


মানছে না মন আমার এইভাবে,
আটকিয়ে রেখেছি অনেক কষ্ট করে।
বলিয়ে বেড়াচ্ছে সবাইকে,
এইভাবে, আর ক'দিন চলে।
বাধ্য করেছে তার মুখ বন্ধ করতে!


"তুমি কি আদৌ ফিরবে,
তোমার সত্তা বিজয়ী মানবের নিকটে?"