ভাষা ভোল বদলায়,
ভাষা বার বার ভোল বদলায়,
ভাষা একা একা যায়, ভাষা দলে দলে যায়, ভাষা অদলেও যায়, ভাষা বদলেও যায়
ভাষা রঙ পাল্টায় !
ভাষা তো হাজার জিভে শাখা প্রশাখায়
রোজ, রঙ পাল্টায়
ভাষা রোজ ওল্টায়
ভাষা কায়া পাল্টায়
ভাষা কওয়া পাল্টায়
ভাষা মায়া দিয়ে ছায়, ভাষা কি পোড়া পোড়ায়
ভাষা কি পাঠ পড়ায়, ভাতে কি কি মেখে খায়
সব পাড়া দিয়ে যায়, কিছু হাসি ঠাট্টায় -
ভাষা জিভে জিভে জুড়ে রাখে কী ভালোবাসায়
জোড়ায় জোড়ায়, ভাষা রোজ জন্মায়, সহমরণে যায়,
সহমরণে যায়-
ভাষা বুকের ভিতর রোজ চেতনা খায়, ভাষা সালটে দেয়, ভাষা পাল্টে দেয়
ভাষা মোকে ভাষা দেয় !
ভাষা মোকে ভাষা দেয়, ভাষা তোকে ভাষা দেয় -
ভাষা দুই পা এগিয়ে গেলে পাল্টে যায় -
তবু একই থাকে
ভাষা ভাষাই থাকে,
ভাষা একই কথা বলে শুধু একটি ভাষায়, প্রতিবাদের ভাষায়, ভালোবাসার ভাষায় !
ভাষা ভাষাই থাকে,
লোক পাল্টে যায়।