কথা কেন, কথা বড় বেশি কথা বলে,
চলো যাই ডুব দিই শর্তহীন কাকচক্ষু জলে,
দৃষ্টি নাও,স্পর্শ নাও, কাড় ওষ্ঠ, কালির লেখনী,
কাব্য নাও, কবি নাও, নাও যত না বলা কাহিনী,
দিও শুধু তাকে,
আমার না দেখা নারী,
যে কখনো দেখেনি আমাকে !