বঙ্গবাসী বাঙালী সব শুন অধম কবির বাণী,
আসল কথায় কান শুনে না সত্যি করেই জানি।
লোক দেখানো কীর্তি ভরা বঙ্গ দেশের ভূমি,
আপন রেখে পর কপালে দেই রে নিত্য চুমি!
পহেলা বৈশাখ এলেই গায়ে বঙ্গ সাজের সাজ,
বাংলা তারিখ ভুলেই থাকি নেই কি মনে লাজ!
গরম ভাতে জল ঢেলে দি শখের বশে খাই,
বছর জুড়ে থাই, চাইনিস পাঁচ তারকায় যাই।


একুশ এলে তারই প্রমান ফুল হাতে যাই প্রাতে
নিত্য মোরা ভিন ভাষাতে শুধাই সবার সাথে।
হৃদয় মাঝে আবেগ আসে শহীদ স্মৃতি ভাসে,
রক্ত তাঁদের বৃথা কেনো ঠোঁটের কোনে হাসে!
এর বেশি নয় আবার ভুলি একটি দিনের পরে,
জোড় করে কেউ মাতৃভাষা বাংলা দিলে করে?
তবে কেন আপন ভাষা নিই না আপন করে,
ভিন দেশীয় সংস্কৃতি কি হৃদয় টেনে ধরে?


বিজ্ঞাপন আর দোকান পাটে, বাড়ির ফটক-বাসে,
ভিন ভাষাতে লিখা সবি ছবির মতো হাসে।
মায়ের ভাষার রাখতে মান নেই কেন আজ মায়া,
মীর জাফর কি আজও আছে, বঙ্গ জাতির হায়া!
এই কি তবে ভাষার তরে দিয়েছিল প্রাণ,
তাঁদের সম্মান বাঁচাতে আজ যাচ্ছে মোদের মান!
তা না হলে আসুন সবাই আজকে শপথ চাই,
বছর জুড়ে বাঙালী আর বাংলা ভাষায় থাকব অটুট ভাই।