যেদিক তাকাই দেখি শুধু
হলুদ বরণ পাকা ধান,
সকাল-দুপুর, সাঁঝের বেলা
চাষীর কণ্ঠে শুনি গান।


গানের সুরে মনের সুখে
কাটে চাষি আমন ধান,
সোনার ফসল গোলায় তোলে
জুড়ায় চাষীর আপন প্রাণ।


অল্প শীত আর মিষ্টি রোদে
আনলো ডেকে হেমন্ত,
খুশির জোয়ার বইচে গাঁয়ে
আমন ধানের নেমন্ত!


নতুন ধানের গন্ধ গাঁয়ে
ছড়ায় দেখো হিমেল বায়,
নতুন চালের পিঠার টানে
ছুটে সবাই আপন গাঁয়।


সকাল বেলার মিষ্টি রোদে
ভাপা-পুলি পিঠার ঘ্রাণ,
মায়ের হাতের হরেক পিঠায়
মন খুশিতে হয় আট খান!