ভূতের ভয় তেঁতুল তলায়
তোষাই নদীর পাড়ে,
রাত বিরাতে জনমানব
যায়না তাহার ধারে।


বেজায় সাহস নগেন মাঝির
পায়না ভূতের ভয়,
আঁধার রাতেও মাছ ধরিতে
নদীর ঘাটে রয়।


জোড় গলায় চেঁচায় মাঝি
কোথায় ভূতের ছাতা,
সাহস থাকে আসুক দেখি
ভাঙ্গব ভূতের মাথা!


সন্ধ্যা বেলা নদীর ঘাটে
গাঁয়ের অনেক লোক,
গিয়ে দেখি তাদের ভিড়ে
নগেন মাঝির মুখ।


থরথরিয়ে কাঁপে ভয়ে
ফেলে দিয়ে জাল,
তেঁতুল ডালে দেখল বিড়াল
চোখ দু'টি তার লাল!