অঘ্রানে ভরাক্ষেতে পাকা ধান দুলে,
সোনালী ফসল কেটে কৃষক ঘরে তুলে।
সাত সকালে নুন আর পানতা খেয়ে,
কৃষকভাই মাঠে যায় ধেয়েধেয়ে।
পাড়ায় পাড়ায় বউ ঝিয়েরা ঘরের কোনে,
সারাদিন এক সাথে ঢেঁকিতে ধানবানে।
কৃষাণ-কৃষাণি মিলেমিশে ধান মাড়ায়,
রাত দুপুরেও কাজে ব্যাস্ত, সব পাড়ায় পাড়ায়।
ফুলকপি-বাঁধাকপি, শিম আর বরবটি,
মাঠ ভরা আছে আরও কলাই মটরশুটি।
লালশাক, পালংশাক, গাজর সারিসারি,
খেতে ভালো লাগে রোজ তাজা তরকারি।
হলুদবাটা শর্ষ্যেফুল আপন মনে,
হিম বাতাসের তালে দুলছে ক্ষনেক্ষনে।
মাচাভরা লাউ আর শিমফুল,
হেসে খেলে সারাদিন নাহি পায় কুল।
গ্রামেগ্রামে বানায় সবি কত নকশি পিঠা,
তারই সাথে যোগদেয় পাটিসপটা আর পুলিপিঠা।
নব্বানের ক্ষীরপুলি আর পিঠা পায়েস,
অঘ্রানে চারিদিকে জমে উঠে বেশ।