সুজলা-সুফলা সবুজ দেশ
সোনালী আঁশ পাটের দেশ
হাওর-বাওর নদীর দেশ
সেতো আমার প্রিয়দেশ।


বন বাঁদাড় আর পাখীর দেশ
দিগন্ত ছোঁয়া মাঠের দেশ
বুনো ফুলে ছড়ানো দেশ
সেতো আমার প্রিয়দেশ।


ছন্দ-কথা সুরের দেশ
জারি-সারি বাউলের দেশ
কাদা মাটি ঘ্রাণের দেশ
সেতো আমার প্রিয়দেশ।


মেঘ-বৃষ্টি রোদের দেশ
রামধনুর রঙের দেশ
কাল বৈশাখী ঝড়ের দেশ
সেতো আমার প্রিয়দেশ।


রক্তে লেখা একটি দেশ
পরাধীনতার মুক্ত দেশ
সেতো আমার প্রিয়দেশ
আমার প্রাণের বাংলাদেশ।