বর্ষা এল বৃষ্টি এল
নদী-নালা থৈ থৈ,
মাছেরা সব লাফিয়ে উঠে
আনন্দে হৈ চৈ।


রিমঝিম রিমঝিম
বৃষ্টির শব্দ,
কালো মেঘে চারিদিক
হয়ে যায় স্তব্ধ।


সকালে বিকালে বসে
বৃষ্টির মেলা,
মাঝ পুকুরে নেমে
পাতিহাঁস করে খেলা।


ভিজে পাখা মেলে উড়ে
সারস পাখী,
দুপুর গড়িয়ে ভাসে কভু
সূর্যের আঁখি।


গরু মাঠে নিয়ে যায়
রাখাল ছেলে,
বৃষ্টিতে ভিজে ভিজে
দিনভর খেলে।


কালো মেঘ ভেসে ভেসে
আকাশে জমে,
বর্ষার উৎসবে
বৃষ্টি নামে।