বর্ষা কালে কদম শাখায়
ভরে রঙিন ফুলে,
ছেলে-মেয়ে দল বেঁধে
ছুটে কদম তলে।


নিঝুম রাতে ছড়িয়ে দেয়
মন মাতানো ঘ্রাণ,
প্রকৃতি তার ফিরে পায়
সতেজ সবুজ প্রাণ।


ছেলে-মেয়ে বৃষ্টি ভিজে
কদম ফুল কুঁড়ায়,
আটি বাঁধা কদম নিয়ে
খেলে সারা পাড়ায়।


মগডালে হলদে কদম
দখিনা হাওয়ায় দুলে,
পাপড়ি ফেলে ঘুরায় লাটিম
ছোট্ট ছেলের দলে।


প্রকৃতির নবরুপ দেখে
কদম হাসে ডালে,
রাখাল ছেলে বাজায় বাঁশি
বসে কদম তলে।


বর্ষা এলেই মনে পড়ে
কদম কুঁড়ানো খেলা,
ইচ্ছে করে হারিয়ে যাই
ছোট্ট ছেলে বেলা।