মনোহরী রুপের বাহার
আপন অঙ্গে আনি,
প্রকৃতি তার ছড়ায় রুপ
ফেলে ঘোমটাখানি।


সাদা মেঘের ভেলা ভাসায়
গগন নিলিমায়,
চিত্ত সুখে শিউলী ঝরে
শারদীয় ছোঁয়ায়।


চাঁদের আলোয় হয় রুপালী
সাদা কাশফুলে,
মাঠে মাঠে ধানের শীষ
মৃদু হাওয়ায় দুলে।


ঘাসের ডগায় শিশির কণা
রোদে ঝলমল,
মালতি, জুঁই, টগর শোভায়
শরত ধরাতল।


ঝিলের জলে শাপলা ভাসে
বিলে শালুক ভরে,
তালের রসে বানায় পিঠা
গাঁয়ের প্রতি ঘরে।