অশ্বথ ছায়ায় রাখাল দলে
উদাস দুপুর কাটে,
বাজায় বাঁশি আপন সুরে
চড়ায় গরু মাঠে।


উদাস দুপুর বইছে হাওয়া
হৃদয় উথাল পাথাল,
প্রেম পিয়াসী তন্বী শ্যামা
বাঁশির সুরে মাতাল!


ঢেঁকির তালে নৃত্যে দুলে
ননদ-ভাবী-জা,
নিদ্রা নেশায় চক্ষু মুদে
ঢুলছে সারা গা।


হঠাৎ উড়ে কা কা ডাকে
বসে বৃক্ষ ডালে,
দিঘির জলে সাঁতার কাটে
পাতি হাঁসের পালে।