পৌষের কনকনে ঠান্ডায়, ছোট্ট কুঁড়েঘরে
কুপি বাতির মৃদু আলো, মা যন্ত্রনায় কাতর!
নবজাতক ভুমিষ্ট কান্নার আওয়াজ; শান্ত মায়ের গতর।
কান্নার আওয়াজ থামানোর চেষ্টায়
নবজাতকের মুখে চিনী মিশ্রিত জলের খাবার!
সোনার চামচে মধু জুটেনি; সামর্থ্য নেই বাবার।
নবজাতক শান্ত! মায়ের দু'ঠোঁটের ফাঁকে
সুখের হাসি। মহানন্দে চোখে অশ্রু বেয়ে!
ছোট্ট শিশুর পানে অপলক রয়েছে চেয়ে।