জৈষ্ঠ্যের অগ্নিমূর্ত রোদ্দুর, কাস্তে হাতে মাঠে
ভাগে ধান কাটায় ব্যস্ত; শরীরে ঘামের দুর্গন্ধ।
দু’বেলা দু’মুঠো ভাতের আশায়, কষ্ট হলেও আনন্দ।
কখনো অনাহারে, কখনো বা অর্ধাহারে
রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে, ভূলে যায় কষ্ট
শ্রমের বিনিময়ে অর্জিত অল্প আয়ে ওরা তুষ্ট।
পরের জমিতে নিত্য খাটে, ন্যায্য পাওনা থেকে
ওরা বঞ্চিত। তবুও অভাবি সংসারের একটু স্বচ্ছলতায়,
শক্ত মনোবলে এগিয়ে যায় উন্নতির আশায়।