ভূবন জুড়িয়া রহে যদি কোনো
আপন মহান মিতা,
তারা হলো মোর কষ্ট সহিষ্ণু,
চির দরদী মাতা-পিতা।


আমারই সুখের জন্যে তোমারা
করিয়াছ আত্মত্যাগ,
এরই পরেই হওনি ক্ষান্ত,
করেছ খোদার দ্বারে অবিরত মাগ।


অবিরত সদা কর্ম করিয়া
ক্লেশ নিয়াছ তনে,
মেহনতি শেষে মাইনে লইয়া
ছুটিয়াছ মোগো পানে।


আমাদের হিতে থাকিছ আধাবস্ত্রে সদা
রহিয়াছ অনাহারে,
পারিবেনা কেহ এমন করিতে
সন্তান ব্যতি অন্য মানবের তরে।


জঠর বেদনা বরণ করিয়া
মোদেরে করেছ সুখী,
মোদের কল্যাণে ব্যপৃত থাকিছ
ভাবনায় রহে বহুমুখী।


যবাদি শুনিছ,আছি মোরা দুঃখে
রহিয়াছি রোগের ঘরে,
তবাদি ছুটিছ উড়ন্ত বেগে
মহাপ্লাবন আর কালবৈশাখী ঝড়ে।


মা,তোমার ধৈর্য আর বাবার কষ্ট
ভুলিবনা কভৃ মোরা,
পারিব না মোরা থাকিতে কভু
ওগো,তোমাদের ছাড়া।।