চারিদিকে পাখিদের কলরব
          আর হরিতের সমাহার,
সেতো এক সাগর রক্ত আর
          লক্ষ প্রণের দেয়া উপহার।


কোটি মানুষের বিহর মিলন,
          আশা-আকাঙ্ক্ষার অপমান,
পারেনি সহিতে এমন কলিধান
          করিয়াছে তাহার অবসান।


(
রণ সাজে সাজি,করিতে জীবন বাজি
          তাঁরা হঠেনি কভু পশ্চাৎ,
তাড়াইয়া অধীনতা,ছিনিয়াছে স্বাধীনতা
          উড়াইয়াছে আপন পত্।


চৌদিকে তখন হাহাকার ভাসে
        করিয়া তাহা কর্ণপাত,
যত ছিল শত্রু শকুন
         তাদের করিয়াছে ধুলিষ্যাৎ।


পরাধীনতার কারা-জিঞ্জির-শৃংখল
          তাড়াইয়াছে সব,বানাইয়াছে কমল।
স্মরিব তোমাদের যদিও হই নিঃশেষ,
         তোমাদের হাতে পাইয়াছি মোরা বিজয়ী বাংলাদেশ।


আজাদের তরে দীঘল সংগ্রামে
         আসিয়াছে যে স্বাধীনতা,
তবে কেন আজ ঝরিবে বিপুল প্রাণ
         রহিবে সেই অধীনতা!


অগণিত প্রাণ করিয়া বিসর্জন
          হইয়াছে তাঁরা পারাপার,
সেই ভূমে কেন চলিবে ধোঁকাবাজি
           আর দূর্নীতি অবিচার?